ই পাসপোর্ট ফি কত ২০২৫ সালে জানেন কী ? পাসপোর্ট অতি প্রয়োজনীয় একটি একটি ডকুমেন্ট প্রতিটি নাগরিকের জন্য। সাধারণত ই পাসপোর্ট ফি কত ২০২৫ সালে ৪০২৫ টাকা থেকে শুরু করে প্রায় ১৩৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে পার্সপোর্টের মেয়াদ,পাতার সংখ্যা ও পাসপোর্টের ডেলিভারির উপর নির্ভর করে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে, ই পাসপোর্ট ফি কত ২০২৫ সালে কত এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
পূর্বে পাসপোর্ট করতে গেলে আমাদের নানারকম বিভ্রান্ত হতে হতো ও নানার কারণে দালালের শরণাপন্ন হতে হতো। তবে বর্তমানে পাসপোর্ট করা খুব সহজে ঘরে বসেই পাসপোর্টের আবেদন ও সরকার করতে নির্ধারিত পাসপোর্ট ফি ঘরে বসে প্রদান করা যায় এ কারণে অল্প পরিমাণ অর্থ খরচ করে পাসপোর্টটি তৈরি করে নেওয়া যায়।
বাংলাদেশের পাসপোর্টের ফি কত টাকা হবে তা সম্পূর্ণ নির্ভর করে পাসপোর্টের মেয়াদ,পাসপোর্ট এর পাতার সংখ্যা ও পাসপোর্টের ডেলিভারির সময়ের উপর। এবার তবে, ই পাসপোর্ট ফি কত ২০২৫ সালে কত এ সম্পর্কে জেনে নেওয়া যাক।
ই পাসপোর্ট ফি কত ২০২৫
২০২৫ সালে পাসপোর্ট করতে সর্বনিম্ন ৪০২৫ টাকা খরচ হয়। তবে এই অর্থে ৫ বছরের এর জন্য ৪৮ পাতার পাসপোর্ট পাওয়া যায় রেগুলার ডেলিভারি হিসেবে, অন্যদিকে এই একই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে খুব দ্রুত পেতে হলে নাগরিককে ৬৩২৫ টাকা পাসপোর্ট ফি পরিশোধ করতে হয়।
অন্যদিকে নাগরিক যদি ১০ বছরের জন্য ৪৮ পাতার পাসপোর্ট করতে হয়, তাহলে রেগুলার ডেলিভারি ফি খরচ হিসেবে ৫৭৫০ টাকা নাগরিকের অর্থ খরচ হয়ে থাকে ও এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ৮০৫০ টাকা খরচ হয়ে থাকে ১০ বছরের পাসপোর্ট করার জন্য নাগরিকের। নিম্নের ছকের মাধ্যমে পাসপোর্ট ফি কত টাকা এই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে:
পৃষ্ঠা সংখ্যা (মেয়াদ) | রেগুলার | এক্সপ্রেস | সুপার এক্সপ্রেস |
৬৪ পাতা ( ১০ বছর) | ৮০৫০ টাকা | ১০,৩৫০ টাকা | ১৩,৮০০ টাকা |
৪৮ পৃষ্ঠা ( ১০ বছর) | ৫৭৫০ টাকা | ৮০৫০ টাকা | ১০,৩৫০ টাকা |
৬৪ পাতা ( ৫ বছর) | ৬৩২৫ টাকা | ৮৬২৫ টাকা | ১২,০৭৫ টাকা |
৪৮ পৃষ্ঠা ( ৫ বছর) | ৪০২৫ টাকা | ৬৩২৫ টাকা | ৮৬২৫ টাকা |
অর্থাৎ নাগরিকের পাসপোর্টের মেয়াদে ডেলিভারি ধরনের পৃষ্ঠার উপর নির্ভর করে নতুন পাসপোর্ট এর আবেদন ও নির্ধারিত পরিমান ফি প্রদান করতে সর্বনিম্ন ৪০২৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩৮০০ টাকা পর্যন্ত প্রয়োজন হয়। বর্তমানে পাসপোর্ট এর আবেদন করতে কত টাকা খরচ হয়ে থাকে তা নিম্ন উপস্থাপন করা হয়েছেঃ
পাসপোর্ট ফি কিসের মাধ্যমে জমা দিতে হয়
বর্তমানে পাসপোর্ট ফি ব্যাংক চালান ফরম পূরণের পাশাপাশি মোবাইল ব্যাংকিং মাধ্যমের প্রদান করা যায়। বর্তমানে বাংলাদেশের ই পাসপোর্ট ফি জমা নিয়ে থাকে এমন কয়েকটি ব্যাংকের নাম হচ্ছেঃ সোনালী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি,ব্যাংক এশিয়া পিএলসি।
বাংলাদেশের যে সকল মোবাইল ব্যাংকিং অ্যাপ এর মাধ্যমে পাসপোর্ট প্রদান করা যায়। তার মধ্যে রয়েছেঃ বিকাশ, নগদ, উপায়,রকেট ইত্যাদি।
ই পাসপোর্ট আবেদন করার পর অনলাইনে পাসপোর্ট ফি প্রদান করা যায়। এক্ষেত্রে সরাসরি যে ব্যাংকে গিয়ে ফি প্রদান করতে হয় না তবে অনলাইনে টাকা পরিশোধের পর চালান কপি সংগ্রহ করুন। পরবর্তীতে পাসপোর্ট এর ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় উক্ত চালান কপিটি আপনার প্রয়োজন হবে। তবে নাগরিক যদি ব্যাংকে গিয়ে পাসপোর্ট এর ফি প্রদান করতে চায় সেক্ষেত্রে তিনি করতে পারবেন।
১০ বছর মেয়াদী ই পাসপোর্ট ফি ২০২৫
১০ বছর মেয়াদী এ পাসপোর্ট ফি এর ক্ষেত্রে দুই ধরনের ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমনঃ
১০ বছর মেয়াদী আর ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট করতে হলে রেগুলার ডেলিভারি চার্জসহ পাসপোর্ট ৮০৫০ টাকা প্রদান করতে হয় ও জরুরী ক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারি পেতে ১০,৩৫০ টাকা খরচ হয়ে থাকে। তবে অতি জরুরী ক্ষেত্রে ১৩,৮০০ টাকা নাগরিকের খরচ হয়ে থাকে।
অন্যদিকে ১০ বছর মেয়াদে ৪৮ পাতার পাসপোর্ট তৈরি করতে রেগুলার ৫৭৫০ টাকা ফি প্রদান করতে হয় ডেলিভারি চার্জসহ ও জরুরী ক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্টটি করতে ৮০৫০ টাকা খরচ হয়ে থাকে। তবে অতি জরুরী ক্ষেত্রে পাসপোর্টে সুপার এক্সপ্রেসের ডেলিভারি মাধ্যমে করাতে ১০,৩৫০ টাকা খরচ হয়।
৫ বছর মেয়াদী ই পাসপোর্ট ফি ২০২৫
৫ বছর মেয়াদে পাসপোর্টের পাতার সংখ্যার উপর নির্ভর করে দুই ধরনের পাসপোর্ট পাওয়া যায় চৌষট্টি ও ৪৮ পাতার পাসপোর্ট।
৪৮ পাতার ৫ বছর মেয়াদী পাসপোর্ট পেতে রেগুলার ডেলিভারিতে ৪০২৫ টাকা খরচ হয়, এক্সপ্রেসের ডেলিভারিতে পাসপোর্টটি পেতে ৮৬২৫ টাকা খরচ হয় এবং সাধারণ এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্টটি পেতে ৬৩২৫ টাকা খরচ হয়ে থাকে।
অন্যদিকে, ৬৪ পাতার ৫ বছর মেয়াদী পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে পেতে ৬৩২৫ টাকা খরচ হয়ে থাকে, আবারা এক্সপ্রেসের ডেলিভারিতে পাসপোর্ট ৫ বছরের জন্য পেতে ৮৬২৫ টাকা খরচ হয় এবং অতি প্রয়োজনীয় ক্ষেত্রে সুপার এক্সপ্রেস এর ডেলিভারিতে ৫ বছর মেয়াদী ৬৪ পাতার পাসপোর্টটি পেতে ১২ হাজার ৭৫ টাকা খরচ হয়ে থাকে।
বহু জিজ্ঞাসিত প্রশ্ন সমূহ
বিকাশের মাধ্যমে কি পাসপোর্ট ফি প্রদান করা যায়?
হ্যাঁ, বিকাশের মাধ্যমে পাসপোর্ট ফ্রি প্রদান করা যায়।
পাসপোর্ট ফি অনলাইনে প্রদান করার পর কি করা প্রয়োজন?
পাসপোর্টে অনলাইনে প্রদান করার পর অর্থ প্রদানের রশিদ বা চালান কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
শেষ কথা
প্রত্যাশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা ড্যাস ড্যাশ ড্যাশ ড্যাশ কি ওয়ার্ড সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। পাসপোর্ট একটি অমূল্য সম্পদ বর্তমানে পাসপোর্ট ঘরে বসে আবেদন ও ফি প্রদান করা যায়। সেহেতু নিজের সচেতন থাকুন ও অন্যকে সচেতন থাকুন দালালমুক্ত পাসপোর্ট ফি প্রদান করুন।
আরো জানতে পারেন: নতুন ই-পাসপোর্ট চেক করার নিয়ম