Birth Certificate

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম।

জন্ম নিবন্ধন অনলাইন কপি কিভাবে ডাউনলোড করবেন! যদি আপনার না জানা থাকে তাহলে দেখে নিতে পারেন। মোবাইল ফোন এবং কম্পিউটার ব্যাবহার করে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। বিস্তারিত আমাদের পোস্টে আলোচনা করা হবে।

অনেক কাজের জন্য আমাদের জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রয়োজন হয়! যদি আপনার নিবন্ধন সনদ অনলাইন করা থাকে, এক্ষেত্রে যেকোনো সময় আছে তার জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড।

আমরা পূর্বের পক্ষে আলোচনা করেছিলাম! অনলাইনে জন্ম নিবন্ধন অনুসন্ধান সম্পর্কে। একই নিয়মে আপনি চাইলে অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন সনদ এর অনলাইনে কপি সংগ্রহ করতে পারবেন। এবং এটি বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে। মোবাইল ফোন এবং কম্পিউটারের মাধ্যমে আপনি নিজে ঘরে বসে পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবেন।

পরবর্তী যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে ফটোকপি করে, সেখানে চেয়ারম্যান ও সচিবের (signature) স্বাক্ষর নিয়ে সেটি প্রিন্ট করে যে কোন কাজে ব্যবহার করতে পারবেন। বিশেষ কিছু কাজের জন্য অনলাইন কপি প্রয়োজন হয়ে থাকে। Birth Certificate online copy download । তাহলে চলুন প্রথমে দেখে নিব এর জন্য কি কি প্রয়োজন হবে।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে কি কি লাগবে।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার ক্ষেত্রে! জন্ম নিবন্ধন সনদ লাগবে, যেখান থেকে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। এছাড়াও প্রয়োজন হবে একটি স্মার্ট ডিভাইস, ও ইন্টারনেট সংযোগ। সাধারণত এই গুলো আপনার সঙ্গে থাকলে আপনি যেকোনো সময় birth certificate online copy বের করতে পারবেন এবং দেখতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই সার্ভার থেকে আপনাকে অনলাইন কপি পিডিএফ আকারে সংগ্রহ করতে হবে। কেননা এর জন্য আলাদা কোন পাবলিক সার্ভার নেই। যদি আপনার কাছে অরজিনাল জন্ম নিবন্ধন না থাকে! এবং তাৎক্ষণিক যদি সনদ প্রয়োজন হয় এক্ষেত্রে অনলাইন থেকে সঙ্গে সঙ্গে এটি উত্তোলন করতে পারবেন এই নিয়ম অনুসরণ করে। এবং এর জন্য কোন প্রকার আবেদন করতে হবে না, বা ফি প্রদান করতে হবে না কর্তৃপক্ষকে।

নোট: অবশ্যই আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল থাকতে হবে। এবং অনলাইন সার্ভারে থাকতে হবে। যদি আপনার জন্ম নিবন্ধন ১৭ ভিজিট এর না হয়! এক্ষেত্রে সেটি অনলাইনে না থাকতে পারে। তাহলে ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিট করে চেষ্টা করে দেখতে পারেন। মোট কথা, জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে আপনার সনদ ডিজিটাল এবং অনলাইনে থাকতে হবে।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য! https://everify.bdris.gov.bd সাইটে প্রবেশ করে, জন্ম নিবন্ধন নম্বর ১৭ ডিজিটের এবং জন্ম তারিখ (YYY-MM-DD) দিয়ে, captcha সঠিক ভাবে পূরণ করে Search বাটনে ক্লিক করবেন। কী-বোর্ড থেকে Ctrl+P চাপ দিয়ে Save to PDF চাপলে, আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড হবে।

Birth Certificate online PDF copy download: করার জন্য আরো সহজ পদ্ধতি দেখতে পারেন। কম্পিউটারের মাধ্যমে নিয়ম অবলম্বন করে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন যেকোনো সময়। সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়গুলি সংগ্রহ করতে হবে।

  • Birth Registration Number (123456789xxxxx)
  • Birth of date (YYY-MM-DD)
  • Smart device(like: Mobilephon, desktop)

এবং সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তাহলে আপনি যে কোন ব্রাউজার থেকে, জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। এটি কিন্তু মোবাইল ফোন বা ডেক্সটপ ব্যবহার করে অনলাইন থেকে করা যাবে তবে শেষ পদ্ধতি একটু ভিন্ন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড pdf।

জন্ম নিবন্ধন ডাউনলোড করতে, নিচে থাকা ছবিগুলি অনুসরণ করুন। সর্বপ্রথম ভিজিট করুন https://everify.bdris.gov.bd এরপর প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন।

Birth Certificate online copy download

এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে চিহ্নিত করে অপশন গুলি সঠিকভাবে পূরণ করেছে! ঠিক আপনি এভাবে আপনার সনদের তথ্যগুলি এই পেজের মধ্যে সুন্দর করে পূরণ করবেন। যা যা দিবেন।

  • প্রথমে বক্স: জন্ম নিবন্ধন ১৭ ডিজিট নম্বর দিন।
  • দ্বিতীয় বক্স: জন্ম তারিখ (বছর-মাস-দিন)
  • তৃতীয় বক্স: (-) বা (+) করে ক্যাপচা পূরণ করুন।
  • চতুর্থ: search বা অনুসন্ধান (ক্লিক) চাপ দিন।

এরপর যদি সফল করতো সঠিকভাবে থাকে! তাহলে ৫-২০ সেকেন্ড এর মধ্যে আপনার সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে। জন্ম নিবন্ধন এর সকল তথ্য দেখতে পারবেন। ছবির মত।

Birth Certificate online copy

এখন দেখুন এখানে আমাদেরকে জন্ম নিবন্ধন সনদ! যেটি আমরা অনুসন্ধান করলাম। এখানে আপনার সনদের সকল তথ্য (যা অনলাইনে সংযোজন করা হয়েছে) সবকিছু দেখতে পারবেন। এরপর হলো কিভাবে আপনি এটি pdf ডাউনলোড করবেন।

এর জন্য কিবোর্ড এর Ctrl+P এক সঙ্গে চাপ দিন। এরপর দেখুন নতুন আরো একটি পেজ চলে এসেছে যেখানে আমরা পিডিএফ নির্বাচন করে print লিখার উপরে ক্লিক করবো। তাহলে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি pdf ডাউনলোড হয়ে যাবে।

Birth Certificate online copy print

এই নিয়ম অবলম্বন করে আপনি ডেক্সটপ বা কম্পিউটার ব্যবহার করে, যে কারো জন্ম নিবন্ধন যে কোন সময় অনলাইন থেকে কপি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। কোন প্রকার টাকা পয়সা বা ফি প্রয়োজন হবে না। এটি অনলাইনে রয়েছে তাই এখানে চেয়ারম্যান বা নির্বাহী প্রকৌশলীর কোন স্বাক্ষর নেই। ব্যবহারের পূর্বে তাদের থেকে একটি স্বাক্ষর গ্রহণ করবেন এবং তার পরবর্তী, লিমটিং বা কম্পিউটারের দোকান হতে প্রিন্ট করে যে কোন কাজে ব্যবহার করতে পারবেন। জরুরী মুহূর্তে এটি উপকারে আসবে।

মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন অনলাইনে কপি ডাউনলোড।

এখন আমরা দেখব, কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন। মোবাইল ফোন থেকে জন্ম নিবন্ধন অনলাইন করতে সংগ্রহ করার ক্ষেত্রে কিছুটা ভিন্ন উপায় অবলম্বন করতে হবে। তবে সঠিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে আশা করি মোবাইল ফোনে অনলাইন কপি পিডিএফ আকার সংগ্রহ করা যাবে।

উপরের নিয়ম অনুসরণ করে, আপনার জন্ম নিবন্ধন অনলাইনে তথ্য যখন চলে আসবে (অবশ্যই চেষ্টা করবেন ক্রোম ব্রাউজার ব্যবহার করার জন্য) এরপর আপনি ব্রাউজারের থ্রি ডট মেনুতে ক্লিক করবেন।

তারপর দেখতে পারবেন (share) নামের অপশন রয়েছে, সেখানে চাপ দিলে print অপশন পাবেন। (অনেক সময় ভিতরে থাকে তাই একটু খুঁজে বের করে নেবেন) এরপর সেখানে চাপ দিলে পিডিএফ অপশনটি নির্বাচন করে আপনি জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে।

অবশ্যই আপনার জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে থাকতে হবে এবং সেটি ডিজিটাল হতে হবে। এক্ষেত্রে আপনি মোবাইল ফোন ব্যবহার করো এটি পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবেন আপনার। একই রকম ভাবে পুরো পেজটি পিডিএফ আকার সংরক্ষণ হবে।

FAQ’S

জন্ম নিবন্ধন ডিজিটাল না হলে অনলাইনে কপি পাওয়া যাবে?

উত্তর: না! যদি আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল না হয় এক্ষেত্রে সেটি অনলাইনে খোঁজে পাওয়া যাবে না। এবং এই নিয়ম অনুসন্ধান করে যদি আপনার সনদ না আসে এক্ষেত্রে আর কোন পাবলিক সার্ভার নেই, যেখান থেকে আপনি সরাসরি জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি বের করতে কি কি লাগে?

উত্তর: শুধুমাত্র জন্ম নিবন্ধন সিরিয়াল নম্বর, জন্ম তারিখ, ও একটি স্মার্ট ডিভাইস হলে এই নিয়ম অনুসরণ করে আপনি জন্ম নিবন্ধন অনলাইন থেকে পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন তথ্য খুজে পাওয়া না গেলে করণীয়।

উত্তর: যদি কোনো কারণে প্রথমবার খোঁজে না পান! এক্ষেত্রে পূর্বের পেজে এসে আবার সকল তথ্য সঠিকভাবে দিয়ে চেষ্টা করবেন। এরপরও যদি না আসে তাহলে বুঝতে হবে আপনার সনদের কোন তথ্য অনলাইনে কোন সার্ভারে যুক্ত করা হয়নি।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে কত টাকা লাগে।

উত্তর: জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে কোন টাকা লাগবে না! সম্পূর্ণ বিনামূল্যে আপনি ঘরে বসে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন যেকোনো স্মার্ট ডিভাইসের মাধ্যমে। এবং সেটি যেকোনো কাজে ব্যবহার করা যাবে।

এছাড়াও আপনাদের যদি আরো কোন প্রশ্ন থাকে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। জন্ম নিবন্ধন সম্পর্কে তো আরো বিভিন্ন ধরনের আর্টিকেল আমাদের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে চাইলে সেগুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button