E-service info

অনলাইনে ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করার নিয়ম।

doctor registration number check

ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করে জানতে পারবেন ডাক্তার ভুয়া নাকি অরজিনাল। বর্তমান সময়ে মানুষ যেকোনো রোগ হতে রক্ষা পাওয়ার পথ জানতে সর্বপ্রথম শরণাপন্ন হন ডাক্তার এর কাছে। যদি ভুয়া ডাক্তার হয়ে থাকে তাহলে আপনাকে ভুল ঔষুধ প্রদান করতে পারে এক্ষেত্রে আপনার ক্ষতি নিশ্চিত। কিভাবে বুঝবেন ডাক্তার আসল নাকি ভুয়া? এই প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের পোস্টে আলোচনা হবে। doctor registration number check

এখন অনলাইনে আপনি দেখতে পারবেন এবং জানতে পারবেন যেকোনো ডাক্তার এর ডিগ্রি সম্পর্কে। এবং এখানে যদি তথ্য পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে বাংলাদেশ বিএমডিসি (BM&DC) Bangladesh Medical & Dental Council অনুমোদিত নয়। ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন সেই ডাক্তার এর কার্ডের মধ্যে। অর্থাৎ, যেকোনো সাইনবোর্ড, মেডিকেল রিপোর্ট এর উপরে, ও ভিজিটিং কার্ডের মধ্যে।

ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক।

বাংলাদেশের যত এমবিবিএস (MBBS) ডাক্তার রয়েছে, সকল ডাক্তার এর বৈধ রেজিস্ট্রেশন নম্বর তার ভিজিটিং কার্ড অথবা সাইনবোর্ডের মধ্যে দেখতে পারবেন। যদি আপনি এটি দেখতে না পান তাহলে! সন্দেহ হবে এটা স্বাভাবিক। এ ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার পূর্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তার বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর জেনে নিবেন। এছাড়াও বাংলাদেশের সকল ডাক্তার তাদের রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করতে বাধ্য সরকারি নিয়ম অনুযায়ী।

বর্তমান সময়ে অনেক ভুয়া ডাক্তার বের হয়েছে! যারা গ্রামে বা শহরে ফার্মিসি/ক্লিনিক খুলে মানুষকে ভুল চিকিৎসা প্রদান করতেছে। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পূর্বে থেকে চেষ্টা করতে হবে। যে ডাক্তার হয়তে আপনি চিকিৎসা গ্রহণ করবেন তার যোগ্যতা এবং সে অরজিনাল ডাক্তার কিনা তা জানার জন্য।

আপনি অনলাইন থেকে জানতে পারবেন, MBBS/BDS ডাক্তার সম্পর্কে এবং, মেডিকেল অ্যাসিস্টেন্ট সম্পর্কে। শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, অনলাইনে
ঘরে বসে চেক করতে পারবেন। যদি ভিজিটিং কার্ড অথবা কোনো সাইনবোর্ডে ডাক্তার এর রেজিস্ট্রেশন নম্বর না থাকে, তাহলে দ্রুত ডাক্তার চেম্বার যোগাযোগ করে তার BM&DC Registration number নিন।

BM&DC ডাক্তার রেজিস্ট্রেশন চেক।

বিএমডিসি কি ? বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) হলো বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা ১৯৭৩ সালে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ১৯৭৩-এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। যেখানে থেকে সার্টিফিকেট প্রদান করা হয়ে থেকে। এখান থেকে জানতে পারবেন কাঙ্খিত ডাক্তারটি ওয়েবসাইটিই যুক্ত রয়েছে কিনা।

doctors registration number verification তাহলে চলুন আমরা দেখে নিবো কিভাবে আপনি অনলাইনে ডাক্তার এর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে যাচাই করবেন। একটি স্মার্ট ফোন ও ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।

ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করার নিয়ম।

অনলাইনে ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করতে, https://verify.bmdc.org.bd সাইটে গিয়ে, BM&DC Registration number দিন এরপর, Doctor type নির্বাচন করুন, এরপর Captcha code পূরণ করে Search অপশনে ক্লিক করলে দেখতে পারবেন ডাক্তার এর সকল তথ্য চলে এসেছে।

এখানে ডাক্তার এর বিভিন্ন বিষয় জানতে পারবেন। যেমন: ডাক্তার এর নাম, ডিগ্রি, এবং রেজিস্ট্রেশন স্ট্যাটাস সম্পর্কে। যদি Active লিখা থাকে,তাহলে সকল তথ্য সঠিক রয়েছে। আপনি নিশ্চিত সেই ডাক্তার হতে চিকিৎসা গ্রহণ করতে পারেন কোনো সমসসা নেই।

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন নম্বর চেক।

একইভাবে আপনি মেডিকেল এসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন নাম্বার চেক করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। MBBS/BDS এর নিচে আরো একটি অপশন দেখতে পারবেন যেখানে Medical assistant লিখা রয়েছে! এরপর, Medical assistant registration number দিয়ে ক্যাপচাটি পূরণ করে Search অপশনে ক্লিক করলে দেখতে পারবেন সঠিক ফলাফল চলে আসছে।

হোমিওপ্যাথিক ডাক্তার রেজিস্ট্রেশন চেক।

অনেকেই হোমিওপ্যাথিক ডাক্তার রেজিস্ট্রেশন চেক করতে চান, কিন্তু এই বিষয়টি আমি শেয়ার করতে পারছি না। আমি অনলাইনে অনুসন্ধান করে এই বিষয়ে কোনো তথ্য খুজে পাইনি। যদি অনলাইনে কোনো তথ্য পাওয়া যায় অবশ্যই আর্টিকেল আপডেট করে জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button