স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক। আমার স্মার্ট কার্ড কবে পাবো।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক! সম্পর্কে আমাদের পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে। যারা এখনো স্মার্ট কার্ড হাতে পাননি, তারা অনলাইন থেকে জানতে পারবেন কবে আপনার স্মার্ট কার্ডটি পাবেন। জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা, ফর্ম নম্বর দিয়ে অনলাইন থেকে Smart card status check সম্পর্কে জানা যাবে। এবং আপনার স্মার্ট কার্ড কবে সংগ্রহ করতে পারবেন তা দেখা যাবে।
বর্তমান সময়ে বিনামূল্যে স্মার্ট কার্ড প্রদান করতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সাধারণত ভোটার আইডি কার্ডের জন্য বা জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করলে! তিন সপ্তাহ বা তার পরবর্তী সময়ে অনলাইন সার্ভারে (NID) তথ্য যুক্ত করা হয়ে থাকে।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক।
যদি আপনার স্মার্ট কার্ড এখনো আছে না পেয়ে থাকেন! তাহলে অনলাইনে দেখতে পারবেন কবে আপনার স্মার্ট কার্ডটি প্রদান করা হবে। এবং যদি আপনার স্মার্ট কার্ড তৈরি না হয়ে থাকে এক্ষেত্রে সেটি অনলাইনে দেখা যাবে। এর জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয় নম্বর (national ID card or online copy) অথবা, ফর্ম নম্বর এবং এন্ট্রি করা জন্ম তারিখ।
যদি আপনার স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকে, তাহলে আপনাকে জেলা ইসি অফিসে গিয়ে তা সংগ্রহ করতে হবে। এছাড়াও আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই প্রসেসিংগুলি সম্পুর্ণ করতে পারবেন।
এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড চেক এবং অনলাইনে স্মার্ট কার্ড চেক করার নিয়ম আমরা শেয়ার করবো। আশা করি আপনি যেকোনো একটি উপায় অবলম্বন করে আপনার স্মার্ট কার্ড সম্পর্কে জানতে পারবেন এবং দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) এর সকল সঠিক তথ্য।
অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম।
অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে, https://services.nidw.gov.bd/nid-pub/card-status ওয়েবসাইটে গিয়ে, “জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর” দিন! এরপর জন্ম তারিখ দিন (15-12-2001) এবং “ক্যাপচাটি” পূরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করলে স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখা যাবে।
সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর দেখতে পারবেন এই রকম পেজ রয়েছে,
এখানে আমাদেরকে, জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ আপনার কাছে যদি পূর্বে ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে সেটির সিরিয়াল নম্বর এখানে দিবেন। অথবা আপনি যদি শুধু মাত্র স্মার্ট কার্ড চেক করতে চান, এক্ষেত্রে আপনার স্মার্ট কার্ড এর সিরিয়াল নম্বর প্রথম বক্সের মধ্যে সঠিকভাবে লিখবেন।
এরপর, আপনার আইডি কার্ডের যে জন্ম তারিখ ব্যবহার করা হয়েছে! নিচের ঘরগুলোতে সঠিকভাবে তা লিখতে হবে। (ফর্ম নম্বর/ ন্যাশনাল আইডি কার্ড/ স্মার্ট আইডি কার্ড) সকল আইডির ক্ষেত্রে একই জন্ম তারিখ প্রযোজ্য হবে (দিন-মাস-বছর) এভাবে দিন।
এরপর দেখতে পারবেন একটি ক্যাপচা কোড রয়েছে, সেদিন নিচের বক্সে সঠিকভাবে লিখবেন। এবং সর্বশেষ সাবমিট অপশনে চাপ দেবেন। একটু সময় লোড হওয়ার পর দেখতে পারবেন আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস বা স্মার্ট কার্ড চেক এর ফলাফল।
এনআইডি নাম্বার দিয়ে স্মার্ট কার্ড চেক করার নিয়ম: যদি আপনি পূর্বের এই আইডি দিয়ে স্মার্ট কার্ড চেক করতে চান, এক্ষেত্রে শুধুমাত্র এনআইডি নম্বর দিয়ে অনলাইন থেকে স্মার্ট কার্ড চেক করা যাবে এবং স্ট্যাটাস জানা যাবে। যদি আপনার পূর্বের কোন কার্ড থাকে। অনলাইন কপি থাকলেও হবে।
ফরম নাম্বার দিয়ে স্মার্ট আইডি কার্ড চেক করার নিয়ম: যদি আপনি ফরম নম্বর দিয়ে স্মার্ট কার্ড চেক করতে চান! তাহলে আপনাকে ফরম নম্বর বসানোর পূর্বে, NIDFN লিখতে হবে। তারপর আপনার ফরম নম্বরটি সঠিক ভাবে লিখবেন। যেমন: NIDFN987654321 তাহলে আপনার তথ্য আসবে। একটি ছাড়া কিন্তু অনলাইনে স্মার্ট কার্ড চেক করতে গেলে প্রকার ফলাফল আসবেনা।
এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করার নিয়ম।
সাধারণ বাটন মোবাইল ফোন দিয়েও আপনি এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক, বা স্মার্ট কার্ড চেক করতে পারবেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে। Sms diye smart card check করার জন্য একটি মোবাইল ফোন প্রয়োজন হবে অবশ্যই সিম থাকতে হবে।
SMS দিয়ে স্মার্ট কার্ড চেক করার জন্য, মোবাইল ফোনের sms অপশনে গিয়ে SC NID NUMBER লিখে পাঠিয়ে দিন 105 নম্বরে। অর্থাৎ SC NID 987654321 এভাবে লিখে উক্ত নম্বরে sms সেন্ড করতে হবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করলে দেখতে পারবেন ফেরত এসএমএস এর মধ্যে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।
অনেক সময় এটি সঠিক ভাবে কাজ না করলে অনলাইনে চেষ্টা করবেন। এবং এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে সকল সঠিক তথ্য প্রদান করতে হবে। এবং এসএমএস পাঠিয়ে অপেক্ষা করতে হবে।
FAQ’S
স্মার্ট কার্ডের তথ্য পাওয়া না গেলে করণীয়।
দুটি উপায় অবলম্বন করে, যদি আপনার স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া না যায়। তাহলে আপনার স্মার্ট কার্ড টি এখনো অনলাইনে যুক্ত করা হয়নি। এজন্য আপনাকে আরো কিছুদিন সময় অপেক্ষা করতে হবে এবং তারপর পুনরায় চেক করবেন।
স্মার্ট কার্ড হলে কিভাবে পাবো।
যদি আপনার স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকে, তাহলে আপনি ইউনিয়ন পরিষদ হতে, এনআইডি বিতরণ এর সময় আপনার কাট্য সংগ্রহ করতে পারবেন। অথবা আপনার জেলা ইসি অফিসে গিয়ে আপনার স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার ওয়েবসাইটের নাম।
বাংলাদেশের শুধুমাত্র একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন যেকোনো সময়। Smart card check website: https://services.nidw.gov.bd/nid-pub/card-status এখানে সকল ধরনের জাতীয় পরিচয় পত্র শনাক্ত বা চেক করতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন! যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। এবং জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত আরো বিভিন্ন ধরনের পোস্ট আমাদের ওয়েব সাইটে শেয়ার করা হবে। ধন্যবাদ।