NID CARD

১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার NID বের করার নিয়ম।

১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার NID বের করার নিয়ম সম্পর্কে আমরা এই পোস্ট থেকে জানার চেষ্টা করব। আমাদের অনেক কারণে OLD NID CARD প্রয়োজন হয়। এক্ষেত্রে আমাদের যদি পুরনো ভোটার আইডি কার্ড ১৩ ডিজিট বা ১৭ ডিজিটের এনআইডি না থাকে, তাহলে খুব সহজে Smart card to National Id card অর্থাৎ ১০ সংখ্যার NID দিয়ে ১৭ সংখ্যার NID কার্ড বের করতে পারবেন।

নোট: প্রয়োজন ক্ষেত্রে আপনি, ১০ সংখ্যার এনআইডি থেকে ১৭ সংখ্যার এনআইডি বের করতে পারেন! এই উপায় অবলম্বন করে। আমরা এমন একটি ওয়েবসাইট ব্যবহার করব, যেখানে এনআইডি তৈরি বা এনআইডি যাচাই এই ধরনের কোন সার্ভিস প্রদান করে না। ১৩ ডিজিটের আইডি কার্ড বের করার নিয়ম। 

পুরনো আইডি কার্ড নম্বর বের করার নিয়ম।

অনেক ক্ষেত্রে আমাদের পুরনো এনআইডি কার্ড, তথ্য ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন হয়। এবং বর্তমানে সকলের কাছে স্মার্ট কার্ড থাকার কারণে পুরনো কার্ড ফেলে দেয়, বা হারিয়ে যায়। আমাদের বর্তমান স্মার্ট কার্ড ১০ সংখ্যার হওয়ায় সেটির মাধ্যমে অনেক কাজ করা যায় না। এক্ষেত্রে কিভাবে আপনি পুরনো আইডি কার্ড, ১৭ ডিজিটের ভোটার আইডি কার্ড বের করবেন।

আরোও পড়ুন: স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক।

সাধারণত অনলাইন থেকে এরকম সিস্টেম নেই! কিন্তু আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করে সেখানে আমাদের স্মার্ট কার্ড ১০ ডিজিটের সিরিয়াল নম্বর ব্যবহার করে পুরনো ন্যাশনাল আইডি কার্ড ,১৭ ডিজিটের নম্বর বের করতে পারবো। এবং শুধুমাত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনি যেকোনো কাজ করতে পারবেন। কোন প্রকার সমস্যা হবে না।

আমাদের পুরনো আইডি কার্ডের নাম্বার গুলি অনলাইন সার্ভার থেকে ডিলিট করে দেওয়া হয় না। বরং সেগুলোকে নতুন করে রূপান্তর করে স্মার্ট কার্ডের ১০ সংখ্যা নম্বর প্রদান করা হয়। সাধারণত মোবাইল ব্যাংকিং, দলিল ইত্যাদির কারণে পুরনো ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়। সেখানে আপনি স্মার্ট কার্ড ব্যবহার করে সেই কাজটি করতে পারবেন না।

নতুন স্মার্ট কার্ড এর সিরিয়াল নম্বর ১০টি। এবং পুরনো ন্যাশনাল আইডি কার্ডের নম্বর ১৩ এবং ১৭ ডিজিটের। তাহলে কিভাবে আমরা ১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার NID বের করব! এই নিয়ম দেখে নেয়া যাক।

১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার NID বের করার নিয়ম।

১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার NID বের করতে, https://upension.gov.bd সাইটে গিয়ে “পেনশনার রেজিস্ট্রেশন” ক্লিক করে সুরক্ষা থেকে যেকোনো একটি অপশন নির্বাচন করে, দ্বিতীয় বক্সে আপনার NID কার্ডের ১০ ডিজিটের নম্বরটি লিখুন, এবং জন্ম তারিখ দিয়ে একটি মোবাইল নম্বর দিন। পরবর্তী OTP যাচাই করলে দেখতে পারবেন আপনার NID ১৭ ডিজিটের নম্বর এবং সকল ইনফো চলে এসেছে।

আরো সহজে বোঝার জন্য বিস্তারিত দেখুন! সর্বপ্রথম আমাদের ওয়েব সাইটে প্রবেশ করে “পেনশনার রেজিস্ট্রেশন” এখানে ক্লিক করে “আমি সম্মত আছি” নামের আরও একটি অপশন রয়েছে সেখানে চাপ দিন। এরপর আমাদের সামনে নতুন একটি পেজ আসবে! যেখানে আমাদের বর্তমান এনআইডি তথ্য দিতে হবে। যেমন: nid নম্বর এবং জন্ম তারিখ।

এরপর, একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। এরপর একটি ক্যাপচা পেয়ে যাবেন সেটি পূরণ করে “পরবর্তী পেজে” এখানে চাপ দিবেন। এখন দেখতে পারবেন আপনার দেয়া নাম্বারে একটি OTP পাঠানো হয়েছে! সেটি বসিয়ে নিবেন ওয়েবসাইটে।

এরপর দেখতে পারবেন আপনার সকল তথ্য এখানে চলে এসেছে। এবং প্রথম ঘরে দেখতে পারবেন ১৭ ডিজিটের NID নম্বর, সঙ্গে স্মার্ট কার্ডের নম্বরও দেখা যাবে। অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র যে সকল তথ্য সার্ভারে যুক্ত করা হয়েছে , ১০ ডিজিটের জাতীয় পরিচয়পত্র, ১৩ ডিজিটের জাতীয় পরিচয়পত্র, ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র  আওতাধীন যদি থাকে তাহলে সকল তথ্য প্রদর্শন করা হবে।

Smart card to Old NID Number

এই নম্বর ব্যবহার করে আপনি যেকোনো কাজ করতে পারবেন। কেননা এটি হচ্ছে আপনার পুরনো ১৭ ডিজিট এর ন্যাশনাল আইডি কার্ড নম্বর। এই নম্বর এবং জন্ম সাল দিয়ে আপনার যদি কোন কাজ পেন্ডিং থাকে সেটি সম্পূর্ণ করতে পারবেন এই প্রসেস ফলো করলে। এখন যদি আপনি এই ওয়েবসাইট থেকে বের হয়ে যান তাহলে আপনার একাউন্টে এখানে অন্তর্ভুক্ত হবে না। এবং আমাদের এই কাজের জন্য এখানে অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত করার কোন প্রয়োজন নেই।

Smart card to National Id card number

আমরা এই পদ্ধতি অবলম্বন করে পুরাতন আইডি কার্ড বের করতে পারবো অনলাইন থেকে। তবে এই ওয়েবসাইট টি আমাদের পরবর্তী কোন কাজে প্রয়োজন হবে না এটি হচ্ছে পেনশন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে পেনশন এবং সর্বজনীন ভাতা সম্পর্কিত তথ্য পাওয়া যায়।

আরোও পড়ুন: ফরম নম্বর দিয়ে NID অনুসন্ধান।

যদি আপনার কখনো প্রয়োজন হয় তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। অথবা শুধুমাত্র Old NID Number প্রয়োজন হলে এইটুকু প্রসেস ফলো করে আপনি পুরনো আইডি কার্ডটি সংগ্রহ করতে পারেন। আমাদের পোস্টে যতটুকু বলা হয়েছে এর বেশি করলে আপনার একাউন্টে সেখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে।

আশা করি বুঝতে পেরেছেন! যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button