যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। ৫০০ ডলার বাংলাদেশের কত টাকা অনেকেই জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। আমরা আছি আপনাদের এই বিষয়ে সঠিক তথ্য জানানোর চেষ্টা করব! এবং কিভাবে নিয়মিত এই তথ্যগুলি জানতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আর্টিকেলটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।
আমাদেরকে সর্বপ্রথম ডলার সম্পর্কে জানতে হবে! ডলার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মুদ্রা (আমাদের দেশের জাতীয় মুদ্রা হলো টাকা। United States dollar বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত মুদ্রা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক লেনদেনের প্রধান মাধ্যম। অনেকেই হয়তোবা মনে করেন প্রতি দেশে এই সিস্টেমটি রয়েছে অর্থাৎ ডলার রয়েছে। এটিও উত্তর সঠিক তবে সেই দেশে জাতীয় মুদ্রার নাম ডলার নয়।
১ ডলার বাংলাদেশে কত টাকা ? এটি এক ধরনের প্রশ্ন এর উত্তর হতে পারে বাংলাদেশের ব্যাংক রেট। সাধারণত আপনি সরাসরি ডলার নির্ণয় করতে পারবেন না। কেন না এটি বিভিন্ন মাধ্যমে আপনি দেশে আনতে পারবেন এবং এটি টাকায় রূপান্তর করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার ডলার রেট যে মাধ্যম অবলম্বন করে টাকা রূপান্তর করবেন সেই মাধ্যমের উপর নির্ভর করতেছে ১ ডলার কত টাকা।
৫০০ ডলার বাংলাদেশের কত টাকা
আমরা যদি জানতে চাই ৫০০ ডলার বাংলাদেশের কত টাকা? তাহলে যুক্তরাষ্ট্রের ৫০০ ডলার বাংলাদেশের ৬০,৮১৯.৫০ টাকা বলা যেতে পারে। ১ ডলার ১২১.৬৪ টাকা। এটি আমরা গুগলের মাধ্যমে জানতে পারি। এখন বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ভাবে রেট প্রদান করব। আমাদের বাংলাদেশে অনেক ধরনের ব্যাংক রয়েছে! তার মধ্যে অন্যতম কিছু ব্যাংক হল: ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক সহ আরো বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সকল ব্যাংক কিন্তু একই ডলার রেট প্রদান করতেছে না।
তবে আমার গুগল থেকে জানতে পারি আমাদের বাংলাদেশে বর্তমানে এক ডলার কত টাকা। নিচে আমরা দেখবো কত ডলারে কত টাকা রেট। এই রেট শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে বাংলাদেশী টাকা কনভার্ট করার তথ্য দেয়া হয়েছে। 500 dollar Bangladesh koto taka সোর্স: Google
আজকের ডলার রেট কত টাকা
ডলার রেট প্রতিদিন কমে এবং বাড়ে। এটি নির্দিষ্ট থাকে না কেননা মার্কেট অনুযায়ী এটি নির্ধারণ করা হয়। আমরা এতক্ষণ জানলাম মার্কিন যুক্তরাষ্ট্রের ১ ডলার বাংলাদেশী কত টাকা। আজকের তারিখে অনুযায়ী এটি দেওয়া রয়েছে।
কিরগিজস্তান ৫০০ ডলার বাংলাদেশের কত টাকা।
কিরগিজস্তান দেশের প্রদান জাতীয় মুদ্রা হলো সোম। যে দেশের টাকা অনুযায়ী আমাদের বাংলাদেশের টাকার রেট অনেক বেশি। অর্থাৎ কিরগিজস্তান এর ১ সোম বাংলাদেশি ১ টাকা ৪০ পয়সা। এভাবে যদি আমরা নির্ণয় করি তাহলে কিরগিজস্তান ৫০০ ডলার বা সোম বাংলাদেশি ৬৯৮ টাকা ৯৩ পয়সা হবে।
আগেই বলেছি মুদ্রার মান এক থাকেনা যেহেতু দুটি দেশ ভিন্ন সে ক্ষেত্রে অবশ্যই এটির পরিবর্তন ঘটবে যে কোন সময়। তাই প্রতিদিন এর রেট আপনাকে জানতে হবে এবং আপনি যদি সে দেশে ভ্রমণ করতে চান তাহলে পূর্ব অবশ্যই সে দেশের মুদ্রা সংরক্ষণ করে নিবেন ব্যাংক বিনিময় এর মাধ্যমে।
এটি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। আমরা মূলত ডলারটাকে সোম হিসেবে গণ্য করেছি। যদি আপনি ভ্রমণ করতে চান বা অন্য কোন কাজের ক্ষেত্রে পেতে চান এক্ষেত্রে অবশ্যই আপনাকে পূর্বে সে দেশের মুদ্রা ক্রয় করে নিতে হবে আমাদের দেশের টাকার বিনিময় মাধ্যমে। কেননা সে দেশে কিন্তু আমাদের দেশের টাকা ব্যবহারিত হবে না।