অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম জানেন কি?প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এখন ঘরে বসেই জন্ম নিবন্ধন আবেদন করা যায়। তবে বাংলাদেশে অধিকাংশ নাগরিকই জানেন না। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম” জানানোর পাশাপাশি জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল তথ্য জানাবো।
জন্ম নিবন্ধন কি
জন্ম নিবন্ধন হলো এমন একটি গুরুত্বপূর্ণ নথি যা বাংলাদেশের সকল নাগরিককে বাংলাদেশ সরকার প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে। সহজ অর্থ একজন নাগরিকের তথ্য অনুযায়ী আইনগতভাবে সরকারি খাতায় নাগরিকপর তথ্য জন্মের পর লিপিবদ্ধকে জন্ম নিবন্ধন বলা হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী প্রত্যেক বাংলাদেশি নাগরিকের অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। তবে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম জানার পূর্বে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন জন্ম নিবন্ধন করতে কি কি নথিপত্র প্রয়োজন হয়।
অনলাইনে জন্ম নিবন্ধন কি কি লাগে
বর্তমান সময়ে সকল জন্ম নিবন্ধন অনলাইন ভিওিক করা হয়েছে। অনলাইনে জন্ম নিবন্ধন করার জন্য মূলত ইপিআই টিকা কার্ড/বাসা বাড়ির ট্যাক্স পরিশোধের রসিদ ও পিতা বা মাতার সচল মেবাইল নম্বর ও জাতীয় পরিচয় পএের প্রয়োজন হয়। তবে আবেদনকারীর বয়সের উপরে নির্ভর করে জন্ম নিবন্ধন করতে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। নিম্নে বয়স অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্রের তালিকা উপস্থাপন করা হয়েছে।
০ থেকে ৪৫ দিন বয়সের শিশুর জন্ম নিবন্ধন
- হাসপাতালের ছাড়পত্র/ শিশুর টিকা কার্ডে
- কর পরিশোধের রসিদ/ বাসা বাড়ির ট্যাক্স পরিশোধের টোকেন।
- পিতা-মাতার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ।
- অভিভাবকের সচল মোবাইল নম্বর।
৪৬ দিন থেকে ৫ বছর বয়সের শিশুর জন্ম নিবন্ধন
- হাসপাতালে ছাড়পত্র বা শিশুর টিকাদানের কার্ড।
- শিশুর পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- শিশুর পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- কর পরিষদের রশিদ বা বাসা বাড়ির ট্যাক্স পরিশোধের রশিদ।
- অভিভাবক কিংবা পিতা-মাতার সচল মোবাইল নম্বর।
- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রদানকৃত প্রত্যয়ন পত্র।
বয়স ৫ বছরের বেশি হলে
যদি বয়স পাঁচ বছরের বেশি হয়ে থাকে সে ক্ষেত্রে অতিরিক্ত বেশ কিছু নথিপত্র প্রয়োজন হয় এ সকল নথিপথের মধ্যে রয়েছে:
- চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পএ
- বসবাসরত এলাকায় কর পরিষদের রশিদ
- পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন এর ফটোকপি
- অভিভাবক কিংবা পিতা-মাতার সচল মোবাইল নম্বর
- প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট,মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এর ফটোকপি প্রদান করতে হবে।
- পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রদান করতে হবে।
- বয়স প্রমাণের জন্য চিকিৎসা কর্তৃক প্রত্যয়নপত্র অবশ্যই বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এফবিবিএস বা উচ্চ ডিগ্রিধারী ডাক্তারের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য bdris.gov.bd/br/application ওয়েবসাইটে ভিজিট করতে হবে। নির্ধারিত সকল ধাপ অনুসরণ করার পর ওয়েবসাইট থেকে আবেদন করা সম্পন্ন হলে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে এবং এই প্রিন্ট কপি নিকট স্থানীয় নিবন্ধন অফিসে (ইউনিয়ন পরিষদে) জমা দিতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার ধাপ সমূহ নিম্নে উপস্থাপন করা হয়েছে:
ধাপ ১: BDris ওয়েবসাইটে ভিজিট করুন
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য আপনাকে bdris.gov.bd/br/application ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে।
ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি কোন ঠীকানার উপর নির্ভর করে জন্ম নিবন্ধন তৈরি করতে চান এটি নির্বাচন করুন। জন্মস্থান বা স্থায়ী ঠিকানার মধ্যে আবেদনকারী তার সুবিধা অনুযায়ী নির্বাচন করে “পরবর্তী” বাটনে প্রেস করবেন।
তবে আবেদনকারী যদি বাংলাদেশ দূতাবাসে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি নিম্নের টিকমার্ক বক্সে প্রেস করুন। এটি বিশেষ করে বিদেশি বসবাসরত বাংলাদেশিদের জন্য।
ধাপ ২: নিবন্ধনধীন ব্যক্তির পরিচয়
পূর্বের ধাপটি সফলভাবে সম্পূর্ণ করার পর এই ধাপে আপনাকে উক্ত আবেদনকারীর সকল তথ্য প্রদান করতে হবে।
প্রাথমিকভাবে আবেদনকারীকে যে সকল পদক্ষেপ অনুসরণ করতে হবে তার মধ্যে রয়েছে:
- আবেদনকারীর নাম বাংলায় নামের প্রথম ও শেষ অংশ।
- আবেদনকারীর নাম ইংরেজিতে নামের প্রথম ও শেষ অংশ।
- সঠিক জন্ম তারিখ নির্বাচন করতে হবে কিংবা দিন-মাস-বছর (DD-MM-YYYY) অনুযায়ী লিখতে হবে। উদাহরণ: ২০/১২/২০২৪।
- লিঙ্গ নির্বাচন করতে হবে।
- পিতা মাতার কত তম সন্তান এটি নির্বাচন করতে হবে।
- সঠিক ঠিকানা প্রদাব করতে হবে। যেমন: দেশ,বিভাগ,জেলা,উপজেলা,ইউনিয়ন, গ্রাম,ওয়ার্ড ইত্যাদি।
সকল ধাপ অনুসরণ করার পর “পরবর্তী বাটনে প্রেস করুন।
ধাপ ৩: পিতা মাতার তথ্য
পূর্বের ধাপে সফল হবে সম্পন্ন করার পর পিতা-মাতার তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনি নিম্নগক্ত ছবিটি অনুসরণ করতে পারেন।
যে সকল তথ্য ও প্রয়োজন হবে:
- পিতার ও মাতার নাম ইংরেজিতে ও বাংলায়
- পিতার ও মাতার জন্ম নিবন্ধন নম্বর
- পিতার ও মাতার জাতীয় পরিচয় পত্র নম্বর
- পিতার ও মাতার জাতীয়তা
সকল তথ্য সঠিকভাবে পূরণ করে পরবর্তী বাটনে প্রেস করুন।
ধাপ: ৪ বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করুন
পূর্ববর্তী ধাপে যারা স্থায়ী ঠিকানা নির্বাচন করেছিলেন তাদের নতুন করে স্থায়ী টিকা প্রদান করতে হবে না বরং বর্তমানে ঠিকানা লিখতে হবে। যদি বর্তমান ঠিকানা অস্থায়ী ঠিকানা একই হয় তাহলে টিক মার্ক বক্সে নির্বাচন করলেই বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে। সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী বাটনে প্রেস করবেন।
ধাপ ৫: আবেদনকারীর তথ্য
যিনি জন্ম নিবন্ধন এর আবেদন করছেন শিশুর জন্য তিনি উক্ত ব্যক্তির পরিচিত বা অভিভাবক কিনা এটির সত্যতার জন্য নতুন কারীর সকল তথ্য প্রদান করতে হবে। অবশ্যই আবেদনকারীর একটি সচল মোবাইল নম্বর থাকতে হবে উক্ত মোবাইল নম্বরে পরবর্তীতে মেসেজের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদের আপডেট তথ্য জানানো হবে। তবে আবেদনকারী যদি চাই তিনি ইমেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন তবে এটি সম্পূর্ণ আবেদনকারীর ব্যক্তিগত বিষয়।
ধাপ ৬: ডকুমেন্টস আপলোড
পূর্বে যে সকল আবেদন ডাটা আবেদন করি পূরণ করেছেন অবশ্যই তার সত্যতা হিসেবে উপরে প্রস্তাবিত বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে প্রতিটি ফাইলের আকার ১০০ কেবি কম হতে হবে। সকল ডকুমেন্ট আপলোড করার পর সংযোজন বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৭: আবেদনপত্রটি প্রিন্ট করে সংগ্রহ করুন
পূর্বের সকল ধাপসমূহ সঠিকভাবে অনুসরণ করার পর এই ভাবে আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে। তবে আবেদন পত্রটি প্রিন্ট করা আবশ্যক নয় তবে পত্রের নাম্বার সংগ্রহ করার জন্য এটি সংগ্রহ করা উচিত। আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে জন্ম নিবন্ধনটি তৈরি হলে আবেদন কারী নিকটস্থ ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা থেকে জন্ম নিবন্ধন সনদটি সংগ্রহ করে নিতে পারবেন।
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার ক্ষেত্রে সতর্কতা
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য আপনাকে bdris.gov.bd/br/application অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার আবেদনটি সম্পন্ন করার পর আবেদনের প্রিন্ট কপি নিয়ে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভায় জমা দিতে হবে। এক্ষেত্রে যে সকল বিষয়ে নজর রাখতে হবে:-
- শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
- অনলাইনে শিশুর জন্ম নিবন্ধনে আবেদন করার জন্য পিতা-মাতার জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই প্রয়োজন হয় এটি অবশ্যই সাথে রাখতে হবে।
- শিশুর জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণপএ প্রদান করতে হবে।
- অবশ্যই একটি সচল মোবাইল নম্বর থাকতে হবে।
সার কথা
জন্ম নিবন্ধন একটি অতি গুরুত্বপূর্ণ নথিপত্র একটি শিশুর ও নাগরিকের জন্য। এটি বাংলাদেশের সকল নাগরিকের জন্য সরকার প্রদত্ত একটি প্রথম ডকুমেন্টস। প্রত্যাশা করি আজকের এই আরটিকালের মাধ্যমে আজ আমরা আপনাকে “অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম” সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি।