MRP পাসপোর্ট চেক করার নিয়ম।

এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন! তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমরা আজকে আলোচনা করব, MRP Passport check নিয়ম সম্পর্কে। অর্থাৎ, Machine Readable Passport কিভাবে অনলাইন থেকে যাচাই করবেন এবং এসএমএস এর মাধ্যমে এমআরপি পাসপোর্ট যাচাই করলেন এই বিষয়।

পূর্বে আমাদের ওয়েবসাইটে আলোচনা করা হয়েছিল, “নতুন ই-পাসপোর্ট চেক করার নিয়ম।” সম্পর্কে যেখানে আমরা ইপাসপোর্ট নিয়ে আলোচনা করেছি। আপনার যদি একটি এমআরপি পাসপোর্ট থাকে তাহলে অনলাইন থেকে অন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে চেক করা যাবে খুব সহজে। এছাড়াও এসএমএস দিয়ে এমআরপি পাসপোর্ট চেক করতে পারবেন।

MRP (এমআরপি) পাসপোর্ট কি।

MRP Passport হলো Machine Readable Passport বা মেশিন রিডেবল পাসপোর্ট। এটি এমন একটি পাসপোর্ট যাতে আবেদনকারী ব্যক্তিগত তথ্য জলছাপের মাধ্যমে ছবির নিচে লুকানো থাকে। এটি মাধ্যমে আপনি বিভিন্ন দেশের ভ্রমণ করতে পারবেন। এবং সেই দেশে নিজের পরিচয়পত্র প্রমাণ করার জন্য এই এমআরপি পাসপোর্ট ব্যবহার করতে পারবেন।

MRP Passport এবং E-Passport-এর মধ্যে পার্থক্য কি? MRP Passport এবং E-Passport উভয়ই মেশিন রিডেবল পাসপোর্ট। তবে E-Passport-এ আরও কিছু উন্নত নিরাপত্তা ফিচার রয়েছে। এবং এতে একটি ইলেকট্রনিক চিপ থাকে যাতে আরও বেশি তথ্য সংরক্ষণ করা যায়। দুটোর মাধ্যমে আপনি যে কোন কাজ করতে পারবেন কোন কোন সমস্যা হবে না।

এখন আমরা জানার চেষ্টা করব কিভাবে অনলাইন থেকে এমআরপি পাসপোর্ট চেক করা যায়। এর জন্য আপনার প্রয়োজন হবে একটি স্মার্টফোন এবং বেশ কিছু তথ্য। যা দিয়ে MRP পাসপোর্ট চেক করা যাবে।

MRP পাসপোর্ট চেক করতে কি কি লাগবে।

MRP PASSPORT APPLICATION STATUS জানার জন্য বেশ কয়েকটি তথ্য প্রয়োজন হবে। যেগুলো আপনার পাসপোর্ট এর মধ্যে দেখতে পারবেন।

  • Enrolment ID
  • Date of Birth

যদি আপনি নতুন পাসপোর্ট আবেদন করে থাকেন তাহলে আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছে। যেখানে দেখতে পারবেন Enrolment ID নামের একটি অপশন রয়েছে যেখানে নম্বর লিখা রয়েছে। এটি আমাদের প্রয়োজন হবে এমআরপি পাসপোর্ট চেক করার জন্য।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ এর উপরের কর্নারে স্ক্যানার এর নিচে Your Enrolment ID: 2155765957877282 এমন সংখ্যা পেয়ে যাবে এটি আমাদের প্রয়োজন হবে। এবং সেখানে আরো পাবেন জন্ম তারিখ। সেটিও কিন্তু প্রয়োজন হবে যদি আপনি অনলাইনে পাসপোর্ট করার জন্য।

MRP পাসপোর্ট চেক করার নিয়ম।

MRP পাসপোর্ট চেক করতে ডিজিট www.passport.gov.bd করে APPLICATION STATUS এখানে ক্লিক করুন, এরপর Enrolment ID দিন, এবং জন্ম তারিখ (DD-MM-YYY) দিন। এরপর Captcha পূরণ করে SEARCH লিখার উপরে ক্লিক করলে MRP পাসপোর্ট চেক ফলাফল দেখতে পারবেন।

MRP PASSPORT
MRP PASSPORT

সর্বপ্রথম আমাদেরকে এমআরপি পাসপোর্ট ওয়েব পেজে প্রবেশ করতে হবে। MRP PASSPORT check website: http://www.passport.gov.bd/OnlineStatus.aspx এখানে গিয়ে আমাদের পাসপোর্ট এর মধ্যে যে, Enrollment id রয়েছে সেটি এখানে দিতে হবে।

দ্বিতীয়, আপনার জন্ম তারিখ! অবশ্যই আপনার পাসপোর্টে যেটি দেওয়া রয়েছে সেটি দিতে হবে। যদি কোন একটি সংখ্যা ভুল করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট এর কোনো তথ্য আসবে না। জন্ম তারিখ দেয়ার সময় DD-MM-YYY এই নিয়মে দিবেন।

তৃতীয়, একটি সাধারণ Captcha দেখতে পারবেন, যেটি উপরের ঘরে থেকে নিচের ফাঁকা বক্সে পূরণ করতে হবে। এরপর SEARCH লিখাতে ক্লিক করতে হবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর যেতে পারবেন আপনার পাসপোর্ট এর তথ্য চলে এসেছে।

এসএমএস দিয়ে MRP পাসপোর্ট চেক করার নিয়ম।

Sms দিয়ে এমআরপি পাসপোর্ট চেক করতে পারবেন যেকোনো মোবাইল ফোনে মাধ্যমে। যদি আপনার অনলাইনে অনুসন্ধান করতে সমস্যা হয় তাহলে এসএমএস এর মাধ্যমে জানা যাবে এমআরপি পাসপোর্ট স্ট্যাটাস বা বর্তমান অবস্থা। এর জন্য অবশ্যই আপনার এনরোলমেন্ট আইডি (Enrolment ID) সিরিয়াল নম্বর প্রয়োজন হবে।

সাধারণত এমআরপি পাসপোর্ট এসএমএসের মাধ্যমে চেক করার জন্য জন্ম তারিখ প্রয়োজন হয় না। শুধুমাত্র অনলাইনে এমআরপি পাসপোর্ট চেক করার জন্য জন্ম তারিখ প্রদান করতে হয়। তাহলে চলুন আমরা দেখে নিব কিভাবে এসএমএস এর মাধ্যমে MRP PASSPORT check করতে হয়।

SMS এর মাধ্যমে MRP পাসপোর্ট চেক করার জন্য ডায়াল অপশনে গিয়ে MRP <space> Enrollment id লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে। উদাহরণ: MRP 2155765957877282 ফিরত এসএমএসে দেখতে পারবেন আপনার MRP পাসপোর্ট স্ট্যাটাস সম্পর্কে।

MRP PASSPORT Check sms
MRP PASSPORT Check sms

একটু সময় অপেক্ষা করার পর দেখতে পারবেন এমআরপি পাসপোর্ট এর তথ্য চলে এসেছে। তবে আমি বলব আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন অনলাইনে এমআরপি পাসপোর্ট চেক করার জন্য। কেননা এসএমএসের মাধ্যমে অনেক সময় উত্তর বার্তা আসতে অনেক সময় লেগে যায়।

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইন থেকে এমআরপি পাসপোর্ট চেক করতে হয়। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *